কচুয়ারডাক পাঠকফোরাম ডেস্কঃআলহামদুলিল্লাহ্!গত মাহে রামজানের চ্যারিটি আপীল সফলভাবে কচুয়ারডাক পাঠকফোরাম উপজেলায় অসহায়দের মাঝে করোনা কভিড-১৯ অর্থ বিতরন অব্যাহত থাকার পর অর্থদাতা ও পাঠকদের অনুরোধে এবার উপজেলার অসহায় মানুষের জন্য পাঠকফোরাম হাতে নিয়েছে কভিড-১৯ কুরবানী আপীল!
কচুয়া উপজেলায় এবং দেশ-বিদেশ থেকে আপনি চাইলে কুয়ারডাক পাঠকফোরাম কোরবানি আপীলে নগদ অর্থ,গরু, ছাগল কিংবা শেয়ারে মুল্য দিয়েও শরিক হতে পারেন!
কভিড-১৯ কোরবানি আপীলে ১টি গরুর মুল্য নির্ধারণ করা হয়েছে ৫০,০০০/= টাকা, ১টি ছাগলের মুল্য নির্ধারণ করা হয়েছে ১০,০০০/= টাকা,১টি শেয়ার গরুর মুল্য নির্ধারণ করা হয়েছে ৭,৫০০/= টাকা! জাজাকাল্লাহ।
শুধুমাত্র কভিড-১৯ কোরবানির জন্য একমাত্র ডাচবাংলা রকেট ও বিকাশ নাম্বার 01892 424 132
বিঃদ্রঃ BMGSF REG NO-000345

কচুয়ারডাক পাঠকফোরামে সাহায্যের আবেদন প্রতিদিনই বাড়ছে এখন থেকে মাত্র ৫০০/১০০০টাকা সহায়তা দিয়েও দেশ-বিদেশ থেকে ১টি পরিবারের পাশে দাঁড়াতে পারেন!
কচুয়ারডাক পাঠকফোরাম করোনা ভাইরাস কভিড-১৯ মোকাবিলায় ১কোটি টাকার চ্যারিটি আপীলে আপনার দান ও জাকাত দিয়ে শরিক হউন!শেয়ার করুন
কচুয়ারডাক পাঠকফোরামের উদ্যোগে দুনিয়াব্যাপী মহামারী করোনা ভাইরাস কভিড-১৯ কচুয়া উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ও জরুরী চিকিৎসা সেবা সরবরাহের লক্ষ্যে অর্থ সংগ্রহ এবং ত্রানতহবিল ঘঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কচুয়া উপজেলায় প্রায় ৫ লক্ষ্য মানুষের বসবাস, সম্প্রতি উক্ত উপজেলার আশে পাশে এবং জেলা সদর ও মতলব উপজেলায় করোনা ভাইরাস সংক্রমিত হওয়ায় চাঁদপুর জেলাপ্রশাসক বিজ্ঞপ্তি দিয়ে জেলাকে লকডাউন ঘোষণা করেন,উক্ত লক ডাউন দীর্ঘায়ীত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে কচুয়ায় সংক্রামিত হয়।
মহামারিটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে উপজেলায় খাদ্য ও চিকিৎসা সেবা সংকটের উদ্ভব হতে পারে ভেবে কচুয়ারডাক পাঠকফোরাম পবিত্র মাহে রমজান মাসেই ক্ষতিগ্রস্ত,গরীব,অসহায়,মধ্যভিত্ত,নিম্ম-মধ্যভিত্ত অক্ষম প্রবাসী পরিবারের মাঝে জরুরী ভিত্তিতে খাদ্য ও চিকিৎসা সেবা সরবরাহের উদ্যোগ গ্রহন করে।

আপনি দেশে কিংবা বিদেশে অবস্থান করেও আমাদের এই জরুরী ত্রান তৎপরতা ও চিকিৎসা সেবায় অর্থ প্রদান এবং সেচ্ছাসেবক হয়ে অংশগ্রহনমূলক কাজে জড়িত হয়ে দুনিয়া ও আখিরাতে নেক আমল ও সোয়াবের অংশীদার হতে পারেন আপনার দান ও শ্রম বিপলে যাবে না, আপনার দান, যাকাত সাদকায়ে জাড়িয়া হিসেবে গণ্য হইবে,আপনার যে কোন প্রকার সহযোগিতা কচুয়ারডাক পাঠক ফোরাম সাদরে গ্রহণ করবে।
তারই ধারাবাহিকতায় কচুয়ারডাক পাঠকফোরাম দেশে বিদেশে ফোরামের সদস্যদের মতামতের ভিত্তিতে কচুয়া উপজেলার জন্য করোনা ভাইরাস কভিড-১৯ জরুরী আপীল ১কোটি টাকার ত্রাণ ও চিকিৎসা সেবার জন্য দেশে-বিদেশে সবার জন্য উম্মুক্ত করে চ্যারিটি আপীল ঘোষণা করেন।
“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” আমাদের আবার দেখা হবে এই প্রত্যয় ও শ্লোগান কে ধারন করে উপজেলার দুঃস্থ অসহায় মানুষের কথা বিবেচনা করে বিভিন্ন প্যাকেজে ত্রাণ বন্টনে খাদ্য দ্রব্য,হাইজিন, স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে প্যাকেজ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্যাকেজের মধ্যে রয়েছে হাউজিন প্যাক ৫,০০০টাকা, সংক্রমণরোধী পোশাক ও মাস্ক ১০,০০০টাকা, ১টি পরিবারে মাসের খাবারের প্যাক ৩,০০০টাকা, ২টি পরিবারে মাসের খাবারের প্যাক ৬,০০০টাকা, ৩টি পরিবারে মাসের খাবারের প্যাক ৯,০০০টাকা, ৪টি পরিবারে মাসের খাবারের প্যাক ১২,০০০টাকা, ঘরে গৃহ সামগ্রী ১০,০০০টাকা, জরুরী মেডিকেল সাপোর্ট ও এ্যাম্বুলেন্স খরচ ২০,০০০ টাকা, করোনায় দাফন ও সৎকার ১০,০০০ টাকা, জরুরী হাঁসপাতাল সামগ্রী বিতরণ ১,০০০০০ টাকা ব্যয় নির্ধারণ করে কচুয়া উপজেলার ২৪৩ গ্রামে সুষম বন্টন করা হবে বলে দিঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
কচুয়া উপজেলার দুঃস্থ, অসহায়, গরিব, মধ্যবিত্ত, নিন্ম-মধ্যবিত্ত এবং অক্ষম প্রবাসী পরিবারের কথা বিবেচনা করে দেশ-বিদেশ থেকে অকাতরে দান করে কচুয়ারডাক পাঠকফোরাম মাহে রমজান করোনা ভাইরাস কভিড-১৯ মোকাবিলায় জরুরী ১কোটী টাকার ত্রাণ, চিকিৎসা চ্যারিটি আপীলে যেকোন পরিমাণ অর্থ দান করে উক্ত তহবিলে শরিক হয়ে দুনিয়া ও আখিরাতে অশেষ নেকী হাসিল করুন। আমিন
বিঃদ্রঃ কচুয়ারডাক সম্পাদকীয় পরিষদ, উপদেষ্টা পরিষদ ও দেশে বিদেশে পাঠক ফোরাম এবং শুভাকাংখীগন উক্ত মহতি কাজে পাশে থেকে সহযোগিতা করবেন বলে ইতিমধ্যেই আশ্বাস প্রদান করেন।
কচুয়ারডাক পাঠকফোরাম করোনা কভিড-১৯ মোকাবিলায় আমাদের কাছে সাহায্য পাঠানোর একমাত্র বিকাশ ও রকেট নাম্বার 01719 173719
বিঃদ্রঃ Registration নং ০০০৩৪৫
বিস্তারিত জানতে visit:www.kachuardak.com
চোখ রাখুন কচুয়ারডাক.কম! প্রয়োজনে ইমেইলঃkachuardak@gmail.com

কচুয়ারডাক পাঠকফোরামের উদ্যোগে রামজানের চ্যারিটি আপীল সফলভাবে অব্যাহত থাকার পর এবার কভিড-১৯ কোরবানি আপীল ঘোষণা!পাঠকফোরাম চ্যারিটি আপীল আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান কচুয়ারডাক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান ফাউন্ডেশানের চেয়ারম্যান এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো, দেশ-বিদেশে মাহে রামজানের মতো উপজেলার জনগন পাঠক,শুভাকাঙ্খী, অর্থ দাতা ও সেচ্ছাসেবকগন কচুয়ারডাক পাঠকফোরামের পাশে থাকবেন বলেও তিনি আশা প্রকাশ করছেন।
মাহে রামজানে যাহারা ওয়াদা করেছেন তাদের মধ্যে অনেকেই অর্থ প্রদান করেছেন অল্প কিছু সংখ্যক দাতা অসুবিধার জন্য সময় নিয়ে প্রদান করবেন বলেও জানান, এবং অনেক অর্থ দাতা বার বার অর্থ প্রদান করেও দান অব্যাহত রেখেছেন। পাঠক ফোরামের স্বেচ্ছাসেবকগন অর্থ দাতাদের সমুদয় অর্থ সঠিক সময়ে অর্থ প্রাপ্ত হওয়ার সাথে সাথেই অসহায়দের মাঝে পোঁছে দিয়েছেন এবং এখনো উক্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি এই প্রতিবেদক কে জানান।
