কচুয়ারডাক পাঠকফোরাম মাহে রমজান করোনা কভিড-১৯ মোকাবিলায় দেশে-বিদেশে লজিস্টিকস সাপোর্ট দিবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান ফাউন্ডেশন!

কচুয়ারডাক পাঠকফোরাম মাহে রমজান করোনা কভিড-১৯ মোকাবিলায় দেশে-বিদেশে লজিস্টিকস সাপোর্ট দিতে সম্পুর্ন প্রস্তুত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান ফাউন্ডেশন,ওয়েব সাইট ভিজিট এর মাধ্যমে যে কেউ চাইলেই ঘরে বসে যে কোন পরিমান ডোনেশন অংশগ্রহণ করতে পারবেন !

কচুয়ারডাক পাঠকফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান এবং দুনিয়াব্যাপী মহামারী করোনা ভাইরাস কভিড-১৯ কচুয়া উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ও জরুরী চিকিৎসা সেবা সরবরাহের লক্ষ্যে অর্থ সংগ্রহ এবং ত্রানতহবিল ঘঠন করার সিদ্ধান্ত গ্রহণ হয়।

কচুয়া উপজেলায় প্রায় ৫ লক্ষ্য মানুষের বসবাস, সম্প্রতি উক্ত উপজেলার আশে পাশে এবং জেলা সদর ও মতলব উপজেলায় করোনা ভাইরাস সংক্রমিত হওয়ায় চাঁদপুর জেলাপ্রশাসক বিজ্ঞপ্তি দিয়ে জেলাকে লকডাউন ঘোষণা করেন।উক্ত লক ডাউন দীর্ঘায়ীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহামারিটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে উপজেলায় খাদ্য ও চিকিৎসা সেবা সংকটের উদ্ভব হতে পারে ভেবে কচুয়ারডাক পাঠকফোরাম পবিত্র মাহে রমজান মাসেই ক্ষতিগ্রস্ত,গরীব,অসহায়,মধ্যভিত্ত,নিম্ম-মধ্যভিত্ত অক্ষম প্রবাসী পরিবারের মাঝে জরুরী ভিত্তিতে খাদ্য ও চিকিৎসা সেবা সরবরাহের উদ্যোগ গ্রহন করে।

আপনি দেশে কিংবা বিদেশে অবস্থান করেও আমাদের এই জরুরী্ ত্রান তৎপরতা ও চিকিৎসা সেবায় অর্থপ্রদান এবং সেচ্ছাসেবক হয়ে অংশগ্রহনমূলক কাজে জড়িত হয়ে দুনিয়া ও আখিরাতে নেক আমল ও সোয়াবের অংশীদার হতে পারেন আপনার দান ও শ্রম বিপলে যাবে না, যাকাত ও সাদকায়ে জাড়িয়া হিসেবে গণ্য হবে।আপনার যে কোন প্রকার সহযোগিতা কচুয়ারডাক পাঠক ফোরাম সাদরে গ্রহণ করবে।

তারই ধারাবাহিকতায় কচুয়ারডাক পাঠকফোরাম দেশে বিদেশে ফোরামের সদস্যদের মতামতের ভিত্তিতে কচুয়া উপজেলার জন্য মাহে রমজান এবং করোনা ভাইরাস কভিড-১৯ জরুরী আপীল ১কোটি টাকার ত্রাণ ও চিকিৎসা সেবার জন্য দেশে-বিদেশে সবার জন্য উম্মুক্ত করে চ্যারিটি আপীল নিয়ে হাজির হতে যাচ্ছে।

“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” এই শ্লোগান কে ধারন করে আবার দেখা হবে আমাদের সবার এই প্রত্যয়ে দেশে দুঃস্থ অসহায় মানুষের কথা বিবেচনা করে বিভিন্ন প্যাকেজে ত্রাণ বন্টনে খাদ্য দ্রব্য,হাইজিন, স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে প্যাকেজ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্যাকেজের মধ্যে রয়েছে হাউজিন প্যাক ৫,০০০টাকা, সংক্রমণরোধী পোশাক ও মাস্ক ১০,০০০টাকা, ১টি পরিবারে মাসের খাবারের প্যাক ৩,০০০টাকা, ২টি পরিবারে মাসের খাবারের প্যাক ৬,০০০টাকা, ৩টি পরিবারে মাসের খাবারের প্যাক ৯,০০০টাকা, ৪টি পরিবারে মাসের খাবারের প্যাক ১২,০০০টাকা, ঘরে গৃহ সামগ্রী ১০,০০০টাকা, জরুরী মেডিকেল সাপোর্ট ও এ্যাম্বুলেন্স খরচ ২০,০০০ টাকা, করোনায় দাফন ও সৎকার ১০,০০০ টাকা, জরুরী হাঁসপাতাল সামগ্রী বিতরণ ১,০০০০০ টাকা ব্যয় নির্ধারণ করে কচুয়া উপজেলার ২৪৩ গ্রামে সুষম বন্টন করা হবে বলে দিঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

কচুয়া উপজেলার দুঃস্থ, অসহায়, গরিব, মধ্যবিত্ত, নিন্ম-মধ্যবিত্ত এবং অক্ষম প্রবাসী পরিবারের কথা বিবেচনা করে দেশ-বিদেশ থেকে অকাতরে দান করে কচুয়ারডাক পাঠকফোরাম মাহে রমজান করোনা ভাইরাস কভিড-১৯ মোকাবিলায় জরুরী ১কোটী টাকার ত্রাণ, চিকিৎসা চ্যারিটি আপীলে যেকোন পরিমাণ অর্থ দান করে উক্ত তহবিলে শরিক হয়ে দুনিয়া ও আখিরাতে অশেষ নেকী হাসিল করুন। আমিন

কচুয়ারডাক পাঠকফোরাম মাহে রমজান করোনা কভিড-১৯ মোকাবিলায় দেশে-বিদেশে লজিস্টিকস সাপোর্ট দিতে সম্পুর্ন প্রস্তুত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান ফাউন্ডেশন,ওয়েব সাইট ভিজিট এর মাধ্যমে দেশে বিদেশে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য,এশিয়া, ইউরোপ আমেরিকা থেকে যে কেউ চাইলেই ঘরে বসে যে কোন পরিমান ডোনেশন অংশগ্রহণ করতে পারবেন বলে নিশ্চিত করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো!

কচুয়ারডাক পাঠক, শুভাকাঙ্ক্ষীগন ডেবিট কাড, ক্রেডিট কার্ড কিংবা চাইলে বিকাশ, রকেট ও ব্যাংক হিসেবেও অর্থ প্রদান করে দুস্থ মানুষের কল্যানে এই মহামারীতে ভুমিকা রাখতে খুব সহজেই সেবা পৌছে দেয়ার জন্য ডিজিটাল অনলাইন পেমেন্ট সেবা চালু করেন বলে তিনি এই প্রতিবেদককে জানান!

কচুয়ারডাক পাঠক ফোরাম প্রতিদিন আপডেট তুলে ধরবে বলে এই প্রতিবেদককে জানান,তিনি এই মহামারী মোকাবিলায় সবার অবস্থান থেকে অংশ গ্রহণ নিশ্চিত করতেই এই প্রচেষ্টা গ্রহণ করেন, দানের টাকা প্রতিটি গ্রামে নিজস্ব সেচ্ছাসেবী,সাংবাদিক মান্যগণ্য ব্যাক্তিদের মাধ্যমেই বন্টন করা হবে, তাই এই মুহুর্তে কচুয়া উপজেলার সকল কে এগিয়ে আসার জন্য তিনি আহব্বান জানান।

কচুয়ারডাক পাঠক ফোরাম মাহে রমজান ও করোনা কভিড-১৯ জরুরী ১ কোটি টাকা ত্রান ও চিকিৎসা চ্যারিটি আপিলে দেশ-বিদেশ থেকে ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে খুব সহজেই ঘরে বসে দান করতে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে লিংকে ক্লিক করুন- PayPal https://bit.ly/2VrRWff হাইজিন প্যাক ৫,০০০ টাকা, সংক্রমণরোধী পোশাক ও মাস্ক ১০,০০০ টাকা, ১টি খাবার প্যাক ৩,০০০ টাকা ২টি খাবার প্যাক ৬,০০০ টাকা, ৩ টি খাবার প্যাক ৯,০০০ টাকা, গৃহ সামগ্রী ১০,০০০ টাকা, জরুরী মেডিকেল সাপোর্ট ও এম্বুলেন্স খরচ ২০,০০০ টাকা, লাশ দাফন ও সৎকার ১০,০০০টাকা,
জরুরী হাসপাতাল সামগ্রী বিতরণ ১,০০০০০ টাকা।

কচুয়ায় দুস্থ ও গরীব এবং অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসুন,কচুয়ার ডাক করোনা ভাইরাস কভিড-১৯ জরুরী ১ কোটি টাকার ত্রান,চিকিৎসা চ্যারিটি আপিল এবং ত্রান তহবিলে শরিক হউন, ধন্যবাদ!

দেশ-বিদেশ থেকে ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে খুব সহজেই ঘরে বসে দান করতে পারেন আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চ্যারিটি পেমেন্ট গেটওয়ে লিংকে ক্লিক করুন- Justgiving https://bit.ly/2VNlzXA

আপনি চাইলে হাতের কাছেই পাচ্ছেন বাংলাদেশ মোবাইল পেমেন্ট ক্যাস সিস্টেমঃ নগদ, বিকাশ ও রকেট, আমাদের একমাত্র বিশস্ত নাম্বার এখনই পাঠিয়ে দিন আপনার দান 01719173719

কচুয়ারডাক সম্পাদকীয় পরিষদ, উপদেষ্টা পরিষদ ও দেশে বিদেশে পাঠক ফোরাম এবং শুভাকাংখীগন উক্ত মহতি কাজে পাশে থেকে সহযোগিতা করবেন বলে ইতিমধ্যেই আশ্বাস প্রদান করেন।

বিঃদ্রঃBMGSF লাইসেন্স ও রেজিষ্ট্রেশন নং ০০০৩৪৫

বিস্তারিত জানতে চোখ রাখুন কচুয়ারডাক! প্রয়োজনে ইমেইলঃkachuardak@gmail.com