কচুয়ারডাক ব্যারিস্টার এবং এডভোকেট টীম কে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহন ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়ায় ১০ কোটি টাকা ক্ষতিপুরন চেয়ে আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশ! সম্পাদকীয়

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাইফ্লো অক্সিজেন ক্যানোলা হস্তান্তর প্রোগ্রামে বিতর্কিত ব্যাক্তি গত উপজেলা নির্বাচনে চাঁদাবাজ হিসেবে ব্যাপক আলোচিত, পেশাগত অসদাচরণ ও বাংলাদেশ বার কাউন্সিলের সুনির্দিষ্ট অর্ডার এন্ড রুলস লঙ্ঘন কারী, আইনের ভুল ব্যাখা প্রদানকারী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইনজীবী ধারা  উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) এবং কচুয়ার স্থানীয় মিডিয়াকে জড়িয়ে অপ্রাসাঙ্গিক অপ্রত্যাশিতভাবে দেখে নেয়ার হুমকি দিয়ে আইন নিজের হাতে তুলে নেয়া কে কেন্দ্র করে কচুয়ার ডাক একটি অলাভজনক ও উপজেলায় করোনা কালীন মানবিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশেদাগাড় তোলায় স্থানীয় সামাজিক মাধ্যমে তা প্রকাশিত হওয়ায় কচুয়ারডাক পাঠক ফোরাম দেশে-বিদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে কচুয়ারডাক ব্যারিস্টার,এডভোকেট টীম কে বিষয়টি ক্ষতিয়ে দেখার দায়িত্ব দিলে তারা প্রাথমিকভাবে সত্যতা পায়, এবং তা অত্যান্ত দুঃখজনক বলে মতামত প্রদান করে। 
কচুয়ারডাক সম্পাদক বর্তমানে দেশের বাহিরে অবস্থান করায় দেশে-বিদেশে উপদেষ্টা, সম্পাদকীয় পরিষদ , কচুয়ারডাক পাঠকফোরাম ও শুভাকংখীদের মতামতের ভিত্তিতে দায়িত্বশীলদের   সাথে কথা বলে নেতিবাচক ও সামাজিক মানের কমেন্টের জন্য বহিষ্কার, অতি উৎসাহী সংবাদ সংগ্রহকারী ও পোটাল  এবং ফেসবুক ফেইজে সম্পাদকীয় নীতির বাহিরে পোস্ট প্রদান কারীদের অব্যাহতি প্রদান এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান ফাইণ্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানের সুনাম রক্ষা ও উপজেলায় করোনায় মানবিক কাজ অব্যাহত রাখা হুমকির সম্মুখীন হওয়ায় সম্পাদকীয় উপদেষ্টা বোর্ড এবং ফাউন্ডেশনের পক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান  করেন।
যেহেতু বিষয়টি ভিডিও আকারে ভাইরাল হয়ে সারা দেশে ছড়িয়ে পরে এবং বিভিন্ন সামাজিক মাধ্যম এবং অনলাইনে প্রকাশিত হয় যেহেতু কচুয়ার জনগনের একমাত্র মুখপাত্র হিসেবে জায়গা করে নিয়ে সত্য প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ থেকে ইতিমধেই উপজেলায় শীর্ষ স্থান করে নিতে সক্ষম হয়, উক্ত বক্তব্য কচুয়ারডাক পাঠকদের অনুভূতিতে আঘাত দেয়া হয়, সেহেতু দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়ায় কচুয়ারডাকের যে কোন পাঠক দেশের যে কোন আদলতে এক বা একাধিক মামলা রুজু করে ন্যায়বিচার চেয়ে প্রতিকার চাইতে পারেন, উক্ত ন্যায় বিচার প্রার্থনার জন্য কচুয়ারডাক পাঠক ফোরাম পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যানোলা হস্তান্তর করা হয়,রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ এর উদ্যোগে হাইফ্লো অক্সিজেন ক্যানোলা সহ ২১ টি সরঞ্জামদি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সালাহ উদ্দীন মাহমুদের হাতে আনুষ্টানিক ভাবে তুলে দেওয়া হয়। এসময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দীনের পরিচালনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহিউদ্দীন খান আলমগির টেলিকনফারেন্সে অনুষ্টান উদ্বোধন করেন, অনুষ্টানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধরী সোহাগ, মেয়র নাজমুল আলম ম্বপন, পৌর আওয়ামীলীগ সভাপতি আকতার হোসেন সোহেল (ভূইয়া) সহ উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সালাহ উদ্দীন মাহমুদ।
(মো:ইউনুস)
কচুয়ারডাক পাঠকফোরাম এবারের ঈদে “উপজেলায় ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই- শ্লোগান কে ধারন করে খাদ্যবান্ধব কর্মসূচিতে উপজেলার আজ ১২ নং আশরাফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর সানন্দকরা গ্রামের বিভিন্ন ধর্মালম্বী দরিদ্রদের মাঝে ৩য় ধাপে ২২তম দিনে চাউল বিতরন করা হয়।
গত মাহে রামজানের ১ম ও ২য় ধাপ সফলভাবে সম্পন্ন হবার পর পবিত্র ঈদুল আজহার আগে ও পরে এবার উপজেলায় অসহায়,দুস্থ,এতিম,মাজুর,বয়স্ক নারী ও পুরুষদের মাঝে চাউল বিতরণ শুরু!
কচুয়া উপজেলার স্থানীয় ও দেশ-বিদেশ থেকে আপনি চাইলে ১ব্যাগ চাউল ৫০কেজির মুল্য স্থানীয় বাজার দড় কিংবা তারও অধিক সম-পরিমানের মুল্য পাঠকফোরাম তহবিলে দান করে অসহায়দের পাশে দাড়াতে এবং দুনিয়া ও আখিরাতের অশেষ নেকী হাসীল করতঃ অর্থ প্রদান অথবা সেচ্ছাসেবক হয়ে অংশ গ্রহণ করতে পারেন।

কচুয়ারডাক পাঠকফোরাম করোনা ভাইরাস কভিড-১৯ মোকাবিলায় ১কোটি টাকার চ্যারিটি আপীলে আপনার দান ও জাকাত দিয়ে শরিক হউন!

কচুয়ারডাক পাঠকফোরামের উদ্যোগে দুনিয়াব্যাপী মহামারী করোনা ভাইরাস কভিড-১৯ কচুয়া উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ও জরুরী চিকিৎসা সেবা সরবরাহের লক্ষ্যে অর্থ সংগ্রহ এবং ত্রানতহবিল ঘঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কচুয়া উপজেলায় প্রায় ৫ লক্ষ্য মানুষের বসবাস, সম্প্রতি উক্ত উপজেলার আশে পাশে এবং জেলা সদর ও মতলব উপজেলায় করোনা ভাইরাস সংক্রমিত হওয়ায় চাঁদপুর জেলাপ্রশাসক বিজ্ঞপ্তি দিয়ে জেলাকে লকডাউন ঘোষণা করেন,উক্ত লক ডাউন দীর্ঘায়ীত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে কচুয়ায় সংক্রামিত হয়।

মহামারিটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে উপজেলায় খাদ্য ও চিকিৎসা সেবা সংকটের উদ্ভব হতে পারে ভেবে কচুয়ারডাক পাঠকফোরাম পবিত্র মাহে রমজান মাসেই ক্ষতিগ্রস্ত,গরীব,অসহায়,মধ্যভিত্ত,নিম্ম-মধ্যভিত্ত অক্ষম প্রবাসী পরিবারের মাঝে জরুরী ভিত্তিতে খাদ্য ও চিকিৎসা সেবা সরবরাহের উদ্যোগ গ্রহন করে।

 

আপনি দেশে কিংবা বিদেশে অবস্থান করেও আমাদের এই জরুরী ত্রান তৎপরতা ও চিকিৎসা সেবায় অর্থ প্রদান এবং সেচ্ছাসেবক হয়ে অংশগ্রহনমূলক কাজে জড়িত হয়ে দুনিয়া ও আখিরাতে নেক আমল ও সোয়াবের অংশীদার হতে পারেন আপনার দান ও শ্রম বিপলে যাবে না, আপনার দান, যাকাত সাদকায়ে জাড়িয়া হিসেবে গণ্য হইবে,আপনার যে কোন প্রকার সহযোগিতা কচুয়ারডাক পাঠক ফোরাম সাদরে গ্রহণ করবে।

তারই ধারাবাহিকতায় কচুয়ারডাক পাঠকফোরাম দেশে বিদেশে ফোরামের সদস্যদের মতামতের ভিত্তিতে কচুয়া উপজেলার জন্য করোনা ভাইরাস কভিড-১৯ জরুরী আপীল ১কোটি টাকার ত্রাণ ও চিকিৎসা সেবার জন্য দেশে-বিদেশে সবার জন্য উম্মুক্ত করে চ্যারিটি আপীল ঘোষণা করেন।

“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” আমাদের আবার দেখা হবে এই প্রত্যয় ও শ্লোগান কে ধারন করে উপজেলার দুঃস্থ অসহায় মানুষের কথা বিবেচনা করে বিভিন্ন প্যাকেজে ত্রাণ বন্টনে খাদ্য দ্রব্য,হাইজিন, স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে প্যাকেজ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্যাকেজের মধ্যে রয়েছে হাউজিন প্যাক ৫,০০০টাকা, সংক্রমণরোধী পোশাক ও মাস্ক ১০,০০০টাকা, ১টি পরিবারে মাসের খাবারের প্যাক ৩,০০০টাকা, ২টি পরিবারে মাসের খাবারের প্যাক ৬,০০০টাকা, ৩টি পরিবারে মাসের খাবারের প্যাক ৯,০০০টাকা, ৪টি পরিবারে মাসের খাবারের প্যাক ১২,০০০টাকা, ঘরে গৃহ সামগ্রী ১০,০০০টাকা, জরুরী মেডিকেল সাপোর্ট ও এ্যাম্বুলেন্স খরচ ২০,০০০ টাকা, করোনায় দাফন ও সৎকার ১০,০০০ টাকা, জরুরী হাঁসপাতাল সামগ্রী বিতরণ ১,০০০০০ টাকা ব্যয় নির্ধারণ করে কচুয়া উপজেলার ২৪৩ গ্রামে সুষম বন্টন করা হবে বলে দিঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

কচুয়া উপজেলার দুঃস্থ, অসহায়, গরিব, মধ্যবিত্ত, নিন্ম-মধ্যবিত্ত এবং অক্ষম প্রবাসী পরিবারের কথা বিবেচনা করে দেশ-বিদেশ থেকে অকাতরে দান করে কচুয়ারডাক পাঠকফোরাম মাহে রমজান করোনা ভাইরাস কভিড-১৯ মোকাবিলায় জরুরী ১কোটী টাকার ত্রাণ, চিকিৎসা চ্যারিটি আপীলে যেকোন পরিমাণ অর্থ দান করে উক্ত তহবিলে শরিক হয়ে দুনিয়া ও আখিরাতে অশেষ নেকী হাসিল করুন। আমিন

বিঃদ্রঃ কচুয়ারডাক সম্পাদকীয় পরিষদ, উপদেষ্টা পরিষদ ও দেশে বিদেশে পাঠক ফোরাম এবং শুভাকাংখীগন উক্ত মহতি কাজে পাশে থেকে সহযোগিতা করবেন বলে ইতিমধ্যেই আশ্বাস প্রদান করেন।

কচুয়ারডাক পাঠকফোরাম মাহে রমজান এবং করোনা কভিড-১৯ মোকাবিলায় আমাদের কাছে সাহায্য পাঠানোর একমাত্র বিকাশ ও রকেট নাম্বার 01719 173719,  01811 17 57 30, 018 92 42 41 32 !

বিঃদ্রঃ Registration নং ০০০৩৪৫

বিস্তারিত জানতে visit:www.kachuardak.com চোখ রাখুন কচুয়ারডাক.কম! প্রয়োজনে ইমেইলঃkachuardak@gmail.com