চাঁদপুর কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও লন্ডন প্রবাসী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং আওয়ামীলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের গায়েবী মামলা প্রত্যাহারে লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে চাঁদপুর প্রবাসীদের স্মারকলিপি ।

চাঁদপুর কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও লন্ডন প্রবাসী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং আওয়ামীলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের গায়েবী মামলা প্রত্যাহারে লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে চাঁদপুর প্রবাসীদের স্মারকলিপি ।

গত ৭ই নভেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত প্রবাসী বাংলাদেশী সমাবেশে দেশ থেকে বিভিন্ন শ্রেনী পেশার  অতিথিরা যোগদান করেন । ইউরোপ থেকে আসেন আওয়ামী বিভিন্ন অঙ্গসঙ্ঘঠনের কর্মীরা, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত আওয়ামীলীগের নেতাকর্মীরা দল বেঁধে যোগদান করেন।

শান্তিপূর্ণ সমাবেশ হলে হোটেল থেকে বঙ্গবন্ধু কন্যা ভার্চুয়ালি সংযুক্ত হন । সভায় আগতরা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আসলেও সকলের নজর কাড়ে সমাবেশের বাহিরে টানিয়ে রাখা প্রবেশ পথে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও লন্ডন প্রবাসী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং আওয়ামীলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের গায়েবী সিরিজ মামলা প্রত্যাহারের ব্যানার ।

যত লোক এই হলে প্রবেশ করেছে সবাই পড়েছেন এবং জানার আগ্রহ প্রকাশ করেছেন কে বা কারা মামলায় জড়িত ? কেন মামলা হলো ? কে বাদী, কেন এদের আসামী করা হলো ? এসব নিয়ে চলছিল কথা চালাচালি এক রকম লন্ডনে টক অব দা টাউনে পরিণত হয়। বাংলাদেশ থেকে আগত অধিকাংশ অতিথীরাই জানেন কেন শাহজাহান শিশির জেলে, কেন বার বার মামলা দেয়া হচ্ছে, এর পেছেনে এসব কারা করছেন । কিন্তু বিধিবাম মামলার আসামী করা হলো বাংলাদেশের সাবেক এক আইন কর্মকর্তাকে যিনি ১/১১তে জননেত্রী শেখ হাসিনা এম পি ও ড.মহীউদ্দিন খান আলমগীর এম পি কে আইনজীবী হিসেবে নিয়োজিত থেকে সরাসরি মামলা পরিচালিত করেছিলেন। নেতা নেত্রীকে মুক্ত করেছেন ।

তিনি যখন মামলার আসামী তাও সুদুর লন্ডন, কৌতুহলের জন্ম দেয় সবার কাছে, তাই তো তিনি যুক্তরাজ্য ছাত্রলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ এবং আওয়ামীলীগ নেতাদের জানালেন এলাকার স্থানীয় নোংরা প্রতিহিংসা রাজনীতির কথা।  সবার মুখে একই কথা , দলে এসব আগাছা এসে দলের কর্মীদের মাঝে বিভাজন করে দলকে ধংশের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে এখনিই রুখে দাঁড়াতে হবে। দলে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা কিংবা মামলা নয়। এডভোকেট শাখাওয়াত হোসেন এই প্রতিবেদক কে বলেন আমার বিরুদ্ধে যিনি (সেলিম মাহমুদ) আদালতে গিয়ে মামলা করেছেন, আমি তাকে ছিনি না, জানি না, তার সাথে আমার পরিচয় নেই, তার বাড়ি ঘর কচুয়াতে নেই, তার পরিবার স্বাধীনতা বিরোধী ছিল বলে অভিযোগ রয়েছে, রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরেই আজ আদালতের দ্বারস্থ  হয়েছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার উপজেলায় দেশ-বিদেশে হাজার হাজার ভক্ত রয়েছে।  সবচেয়ে বড় কথা হল যারা আজ মামলা করছেন ১/১১তে কিংবা দলের দুঃসময়ে তারা সেদিন কোথায় ছিলেন, এলিজাবেথ সেন্টারে আগত চাঁদপুর প্রবাসীরা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কথিত বিতর্কিত নেতা কুয়েতে পাপুল কান্ডের মুল হোতা সেলিম মাহমুদের এসব একের পর এক সিরিজ মামলার তীব্র নিন্দা ও কড়া সমালোচনা করে,তারা এসব ভুয়া মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানান ।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উক্ত স্মারকলিপি আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গ্রহণ করেন, ঢাকা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক  মোঃ আশ্রাফ আলী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জুবায়ের সহ দেশ থেকে আগত সাংবাদিকদের উক্ত স্মারকলিপির কপি প্রদান করা হয়। তাছাড়া যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সাধারন সম্পাদক, যুগ্ন-সাধারন সম্পাদক সহ বাংলাদেশ হাই কমিশন প্রেস মিনিস্টার আশিক নবী এবং কমিউনিটি অফিসার দেওয়ান মাহমুদ কে অবহিত করা হয়।

চাঁদপুর প্রবাসীদের পক্ষে বীর মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত স্মারকলিপি  হুবুহু তুলে ধরা হলো-

চাঁদপুর-১(২৬০)কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও লন্ডন প্রবাসী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং আওয়ামীলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের গায়েবী মামলা প্রত্যাহারে লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এম পির সরাসরি হস্তক্ষেপ চেয়ে চাঁদপুর প্রবাসীদের স্মারকলিপি ।

মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা এম পি,

যুক্তরাজ্য প্রবাসী চাঁদপুর ও কচুয়াবাসীদের পক্ষে গায়েবী এবং সিরিজ মমালার তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত । জনপ্রিয় কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে  চাঁদপুর জেলা কচুয়া থানা, চাঁদপুর সদর থানা, ঢাকা ধানমন্ডি থানা, ঢাকা কোতয়ালী থানা এবং সর্বশেষ সাইবার ট্রাইবুন্যাল-ঢাকা বনানী থানায় গত ১৮/১০/২০২১ইংতারিখের ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক ও সভাপতি শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও তিনবারের আওয়ামীলীগ উপ-কমিটি কেন্দ্রীয় সহ-সম্পাদক, বর্তমান বন পরিবেশ বিষয়ক উপকমিটি-সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত, ড.মহীউদ্দিন খান আলমগীর এম পির আস্থাভাজন দুই দুই বারের জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে নিন্দনীয় ও প্রতিহিংসা মূলক সিরিজ মামলা দায়ের ।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সদস্য সচিব, আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সদস্য, সাবেক সরকারি আইনজীবী, ১/১১র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম পি ও ড.মহীউদ্দিন খান আলমগীর এম পি মুক্তি সংগ্রাম পরিষদের অন্যতম রুপকার, সাবেক ছাত্রনেতা, আওয়ামী যুব আইনজীবী প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী চাঁদপুর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, লন্ডন প্রবাসী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো সহ কচুয়া  উপজেলা ছাত্রলীগ নেতা তমাল হোসেন, ইমাম হোসাইন, ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিন শাখা সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ শরীফ,  যুবলীগ নেতা ও সাবেক সহ-সভাপতি চাঁদপুর জেলা ছাত্রলীগ ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা সেচ্ছাসেবকলীগ নির্বাহী সদস্য কার্তিক রায় ও কচুয়া উপজেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভূয়া কাল্পনিক নিউজ ছাপিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের হুলিয়া বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এম পি বরাবর হস্তক্ষেপ ও সকল গায়েবী মামলা প্রত্যাহার চেয়ে স্মারকলিপি প্রদান করছি ।

কচুয়া উপজেলা দুই দুই বারের সফল চেয়ারম্যান শাহজাহান শিশির একজন সৎ, নিষ্ঠাবান, গরীবের বন্ধু এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সাহসী ব্যাক্তি। উপজেলায় একটি  সিন্ডিকেট চক্র দীর্ঘদিন যাবৎ মদ, গাজা, ফেনসিডিল, ইয়াবা সহ মাদক ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। উক্ত সিন্ডিকেট চক্রের ঠিকাদারী প্রতিষ্ঠানের কচুয়া উপজেলা শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি কাজে দুর্নীতি ও অনিয়ম প্রতিবাদ এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হন। অতঃপর উচ্চ আদালত থেকে উপজেলা চেয়ারম্যান স্ব-পদে বহাল রায় পাওয়ার পরও দুষ্কৃতিকারীরা ভূয়া নিউজ দিয়ে পর পর  ছয় ছয়টি আই সিটি মামলা দিয়ে রাষ্ট্রযন্ত্র কে কাজে লাগিয়ে মাসের পর মাস কারাবরন করতে হচ্ছে ছাত্রলীগের দুঃসময়ের প্রান ভোমড়া এই কর্মীকে। কচুয়া উপজেলায় লক্ষ লক্ষ জনগণ সিরিজ মামলার ফলশ্রুতিতে একজন জনপ্রতিনিধির সরাসরি সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে প্রতিদিন ।

স্মারকলিপিতে দস্তখতকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান লন্ডন থেকে উক্ত আই সি টি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসব মিথ্যা সংবাদ প্রচার না করার জন্য পত্রিকা সম্পাদক বৃন্দকে অনুরোধ জানান। সাথে সাথে জনাব শাহজাহান শিশির, লন্ডন প্রবাসী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো সহ স্মারকলিপিতে আনিত সকলের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলার সঠিক তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের জন্য জোড় দাবী জানাচ্ছি, অন্যথায় ভিকটীমদের অপুরনীয় ক্ষতি সাধিত হইবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কচুয়া ও চাঁদপুরের লন্ডন প্রবাসীবৃন্দ। পরিশেষে আপনার সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে-আল্লাহ হাফেজ জয়বাংলা জয়বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হউক। নিবেদক-বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান, সাবেক থানা ও ৮নংকাদলা ইউনিয়ন নির্বাচিত কমান্ডার, কাদলা, কচুয়া, চাঁদপুর (লন্ডন প্রবাসী)