তিনি আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ একটাই। আবু সুফিয়ান শাহীন ও হেলাল উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিটিই একমাত্র বৈধ কমিটি। সেই কমিটির নেতৃত্বে আপনারা সকলে এক ও ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের আরো একটি বলতে চাই, যুবলীগের গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত আহ্বায়ক নামে কোনো পদ নেই। এসব বিষয়ে আপনাদের কোনো সন্দেহ থাকার প্রয়োজন নেই।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবর, সদস্য আবু পাটওয়ারী, ঝন্টু দাস, অরূপ দাস, রনি উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, জসিম উদ্দিন দিদার, সাহাবুদ্দিন টিপু, সোহেল মাস্টার, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল গাফ্ফার সজিব, যুবলীগ সদস্য আলাউদ্দিন ভূইয়া, আলাউদ্দিন মিয়াজী, সুমন পাটওয়ারী, মজিবুর রহমান, মোদাচ্ছের অপু, রাশেদ পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শিমুল পাটওয়ারী।