কচুয়া ডাক:
“সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা,সবার জন্য সর্বত্র” এ প্রতিপাদ্যে কচুয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বর্ণাঢ্য র্যালি শেষে কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম হাওলাদারের নেতৃত্বে উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন-ডাঃ খোরশেদ আলম(কনসাল্টেন্ট),ডাঃ হুমায়ন কবির (কনসাল্টেন্ট), মেডিকেল অফিসার ডাঃ পিংকু চন্দ্র সেন, স্বাস্থ্য পরিদর্শক ব্রজলাল পোদ্দার, সিনিয়র স্টাফ নার্স সঞ্চিতা পোদ্দার,আয়েশা আক্তার,খোশনে আরা,বাসন্তি রানী,চামেলী,মাকসুদা বেগম,সুভদ্রা,তাসলিমা, হিসাব রক্ষক বেনু লাল মজুমদার,আইসিটি সহকারি দ্বিপাংশু
দত্ত সহ কচুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।
লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন অপারেশনাল প্লানের সহযোগিতায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম হাওলাদার, কনসাল্টেন্ট ডাঃ খোরশেদ আলম,কনসাল্টেন্ট ডাঃ হুমায়ন কবির, মেডিকেল অফিসার পিংকু চন্দ্র সেন,সিনিয়র নার্স-মাকসুদা বেগম,প্রমুখ।
193 total views, 1 views today