প্রেস বিজ্ঞপ্তি- বাংলাদেশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রয়োজনে রাস্তার নাম বাস্তবায়নে দেখা করতে চান এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো এর আগে তিনি সাবেক হাউজিং ”মন্ত্রী মার্ক প্রিস্ক” সাবেক মেয়র ও পুলিশ কমিশনারকে দলের পক্ষে কাজ করাকালীন সময় এই প্রস্তাব দিয়েছিলেন। লন্ডনের স্থানীয় একটি শহরে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এম পির নামে ”শেখ হাসিনা ওয়ে” রাস্তার নামকরনের প্রস্তাব জানালেন কচুয়ারডাক সম্পাদক ও লন্ডন প্রবাসী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো
তিনি বলেন-
”লন্ডনের হাটফোড শহরে দীর্ঘদিন পর বাস্তবায়ন হতে চলছে বহুপ্রতীক্ষিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম পির নামে রাস্তা (SHEIKH HASINA WAY) আজ থেকে দুই বছর আগে ক্ষমতাসীন দলের সদস্য হিসেবে দলের নির্বাহী মেয়র কে প্রস্তাব করেছিলাম,খুব শিগ্রই কাউন্সিল সভায় প্রস্তাব টি পাসের জন্য উত্থাপন করা হবে, সব ঠিক থাকলে, এই বছরেই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এম পির অনুমতি নিয়ে যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের দাওয়াতের মাধ্যমে এবং জননেত্রী শেখ হাসিনা এম পি ভিডিও কনফারেন্সে অংশগ্রহনের মাধ্যমে শুভ উদ্ভোদন করতে পারবো ইনশাআল্লাহ”
(Great News For Awamileague Bangladesh and United Kingdom Relationship)
(ছবি: সাবেক মন্ত্রী, এম পি, মেয়র কাউন্সিলর ও দলের কর্মীদের সাথে দলীয় মিটিং ও প্রচারনায় ক্যামেরাবন্দি এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো )

See Insights
Boost unavailable
1